বিস্তারিত

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন আমির খান

ছবি : সংগ্রহকৃত

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউডের ‘পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গতকাল সকালে দুজনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যৌথ বিবৃতিতে জানানো হয় এ কথা। তাঁরা লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর যাত্রায় আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস ও অভিজ্ঞতা অর্জন করেছি। ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক এগিয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং একই পরিবারের সদস্য হিসেবে। তাঁরা আরো লেখেন, ‘এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। বহু দিন আগে থেকে আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম।

২০০২ সালে আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন। ‘লগন’ চলচ্চিত্রের শুটিংয়ে তাদের পরিচয়; কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ রাও খানকে জন্ম দেন তাঁরা। বিচ্ছেদের কারণ সম্পর্কে দুজনের কেউই মুখ খোলেননি।

 

সংবাদের ধরন : বিনোদন নিউজ : নিউজ ডেস্ক