সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ ক্যানসারে আক্রান্ত
সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদীর ফেইসবুকের মাধ্যমে জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত।
ভক্তদের উদ্দেশ্যে ফুয়াদ বলেন, ‘আমি চাইনা কোনো ট্যাবলয়েড বা নিউজ পেপার বা কোনো থার্ড পার্টির কাছ থেকে খবরটি জানুন। গত সপ্তাহে আমার শরীরে প্যাপিলারি থাইরয়েড কারসিনোমা ধরা পড়েছে, যেটা আসলে থাইরয়েড ক্যান্সার। আমি এখনও জানিনা এটি কোন ধাপে আছে। আমি কেবল চিকিৎসা প্রক্রিয়া শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘থাইরয়েড ক্যন্সার হচ্ছে সব ক্যান্সারের মধ্যে সবচেয়ে সহজে নিরাময়যোগ্য। সবচেয়ে বেশি মানুষের বেঁচে ফেরার রেকর্ড আছে এই ক্যান্সারে। ইনশাল্লাহ আমার চিকিৎসা ভালো হবে এবং আমি সুস্থ হয়ে উঠবো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের সংগীতাঙ্গনে ফুয়াদ এখন জনপ্রিয় এক নাম। তরুণ প্রজন্মের বহু শিল্পীর পথচলাই তার হাত ধরে শুরু। ফুয়াদের ক্যান্সারের খবরে তার প্রতি সহানুভূতি জানিয়েছেন অনেকেই।
- মতামত