বিস্তারিত

সিটি নির্বাচনের আগে সেনা মোতায়েন দাবি

ছবি : সংগ্রহকৃত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানাজায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

আগামী শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর ঢাকা সিটি উত্তরের মেয়র পদে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসির ভূমিকা এই নির্বাচনে সেটা পরিষ্কার হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ইসির জন্য একটা পরীক্ষা।

তিনি বলেন, ইসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এ বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ২০ দলীয় জোট একক প্রার্থী দিবে।

ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের দায়িত্ব নিয়েছেন। তিনি যেই প্রার্থী দিবেন শরিক দলের সকলে তাকে সমর্থন জানাবেন।

সংবাদের ধরন : র্শীষ সংবাদ নিউজ : নিউজ ডেস্ক