সংগীতশিল্পী শাম্মী আক্তার ইন্তেকাল করেছেন
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, আজ মঙ্গলবার শাম্মী আক্তারের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বিকেল পৌনে ৪টায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হেলথ এইড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সেখানে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। মরদেহ চামেলীবাগের বাসায় রাখা হয়েছে।
১৯৭০ সালে বেতারে প্রথম কণ্ঠ দেন শাম্মী আক্তার। ১৯৮০ সালে ‘অশিক্ষিত’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন তিনি।
শাম্মী আক্তারের গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’ ইত্যাদি। শাম্মী আক্তারের পুরো নাম শামীমা আক্তার। তবে সবাই তাঁকে শাম্মী নামেই ডাকতেন।
- মতামত