শিক্ষকদের প্রতি কঠোর হুঁশিয়ারি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার দুপুরে চট্টগ্রামের রাউজানে বদলপুর স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। গুণগত মানসম্পন্ন শিক্ষক ছাড়া ভালো শিক্ষা অকল্পনীয়। আমরা সেখানে এসে আটকে পড়ছি। কিছু লোক এখানে ঢুকে পড়েছেন, তারা ক্লাসে পড়ান না। যত ভালো শিক্ষক, ততো ক্লাসে ততো কম পড়ান। কারণ বাড়িতে প্রাইভেট পড়ান। পরীক্ষায় সময় প্রশ্নফাঁস করেন। হলে শিক্ষার্থীদের উত্তর বলে দেন। এ জায়গা থেকে উত্তরণের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করে তিনি। যারা এর সঙ্গে জড়িত ছিলেন তারা কেউই রেহাই পাবেন না।
- মতামত