বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ডিভি ভিসা বাতিলের সিদ্ধান্ত

ছবি : সংগ্রহকৃত

ডাইভারসিটি ভিসা (ডিভি) পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। এছড়াও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পাল্টে দেয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আর কোনও ডাইভারসিটি ভিসা থাকবে না ‘।

এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, সবার আগে আমেরিকা। তাই বাছ বিচারহীন ‘ডিভি লটারি’র মাধ্যমে কেউ আর যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসতে পারবে না বরং এখন থেকে কেবল বাছাই করা মেধাবীদের যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসবে।

তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে কেবল সেইসব লোকদেরই চান যারা আমেরিকাকে ‘আবারও শক্তিশালী ও মহান’ করে তুলতে সহায়ক হবে।

ট্রাম্প যে মেধা ভিত্তিক অভিবাসন ব্যবস্থার কথা বলছেন তাতে করে যুক্তরাষ্ট্রে মোট অভিবাসীর হার কমবে। এর ফলে ভারতের মতো দেশগুলো বড় ধরনের সুফল ভোগ করবে।

সংবাদের ধরন : আন্তর্জাতিক নিউজ : নিউজ ডেস্ক