বিদায় হলিউড!
হলিউড বিদায় জানিয়েছেন আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহান। এমনিক অদুরে ভবিষ্যতেও ফেরার ইচ্ছে নেই তার। কলকাতার সংবাদমাধ্যম এবেলার বরাত দিয়ে এ খবর জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্র মারফত সংবাদমাধ্যমটি জানায়, আপাতত তিনি নতুন রুশ প্রেমিক ইগর তারাবাসভের সঙ্গে লন্ডনে রয়েছেন। অভিনয় করার চেয়ে ইগরের সঙ্গে সময় কাটানোটাই এখন বেশি জরুরি মনে করছেন তিনি ।
তবে লিন্ডসের হলিউড ছাড়ার একমাত্র কারণ নাকি নতুন প্রেম নয়। ইন্ডাস্ট্রিতে অনেকেই তাকে তেমন সুনজরে দেখেন না আর। লিন্ডসে জানেনও সেটা। আবার অভিনয় করতে এলেই নাকি চাটুকারদেও ভিড়ও জমে যায় তার চারপাশে। সেটাও মোটে সহ্য হয় না সুন্দরীর। এত ঝামেলা কারই বা পোষায়? লিন্ডসে তাই সরেই যেতে চান চুপচাপ।
- মতামত