বিস্তারিত

বাংলাদেশের গায়ক তানভীর ইভানের গানে জনপ্রিয় জুটি

ছবি : সংগ্রহকৃত

কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এর জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। দীর্ঘ পাঁচ বছর পর আবার অরণ্য-পাখি জুটি একসঙ্গে পর্দায় ফিরছেন। এসভিএফ মিউজিকের ব্যানারে ‘ও মন রে’ শিরোনামের গানের মডেল হচ্ছেন তাঁরা।

আর সেই গানে কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশের তরুণ গায়ক তানভীর ইভান, যিনি ‘অভিমান’ ও ‘অভিযোগ’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছেন।

টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, গানটির মিউজিক ভিডিও পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন বাবা যাদব। আজ সোমবার শুট শুরু হয়েছে এক স্টুডিওতে। সিনেমাটোগ্রাফি করছেন সৌমিক হালদার। গানটিতে দীর্ঘদিন পর রোমান্স করতে দেখা যাবে এই জুটিকে।

২০১৩ সালে এসভিএফ প্রযোজনাতেই স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে জুটি বেঁধেছে দুই বাংলায় বেশ আলোচনায় এসেছিলেন যশ-মধুমিতা।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : নিউজ ডেস্ক