বলিউড মেগাস্টার ‘অমিতাভ বচ্চন’ অসুস্থ
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন অসুস্থ। জ্বরে আক্রান্ত তিনি। চিকিৎসকরা তাকে বাইরে যেতে আপাতত নিষেধ করেছেন। আর তার কারণেই আজ সোমবার দিল্লিতে ন্যাশনাল ফিল্ম আওয়ার্ড অনুষ্ঠানেও থাকতে পারবেন না তিনি।
গতকাল টুইট করে দুঃখপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। বলেছেন, ডাক্তারের নির্দেশ, এই অবস্থায় বাড়ি থেকে বের হওয়া চলবে না। ফলে, জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারব না। ভীষণ খারাপ লাগছে। আফসোসও হচ্ছে। কিন্তু আমি নিরুপায়।
এ বছরেই চলচ্চিত্র দুনিয়ার সেরা সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন তিনি। সোমবার উপরাস্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর বিগ বি-র হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা।
প্রসঙ্গত, চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ। তার ক-দিন আগেই তিনি নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিভারের সমস্যা নিয়ে। সেই সময়েও তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেই নির্দেশ মেনে টানা বেশ কয়েকদিন বাড়ি থেকে বের হননি প্রবীণ অভিনেতা।
২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত পিকু ছবিতে অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ।
- মতামত