বিস্তারিত

ফিটনেসের দিক থেকেও ‘মন্দিরা’

ছবি : সংগ্রহকৃত

অভিনেত্রী ও সঞ্চালিকা মন্দিরা বেদী আপাতত মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ইনস্টাগ্রামে নানা মুড ও মুহূর্তের ছবি শেয়ার করেছেন মন্দিরা।

শুধু অভিনেত্রী বা টেলিভিশন প্রেজেন্টর নন, ফিটনেসের দিক থেকেও রীতিমতো টেক্কা দেন মন্দিরা। স্কারলেট বিকিনি পরে গাছে হেলান দিয়ে সম্প্রতি ছবি শেয়ার করেছেন মন্দিরা। আর সেই ছবি দেখে ফ্যানেদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এটি কি সত্যিই মন্দিরা বেদী?

ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নজর কেড়েছে নেটিজেনের। অনেকেই লিখেছেন, মন্দিরা আপনি অসাধারণ। তাঁর বডি নিয়েও দারুণ শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রী।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : নিউজ ডেস্ক