ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৮ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দারুণ বল করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। এদিন তিন উইকেট নেওয়ার পাশাপাশি বেশ কিপটে বোলিংও করেন তিনি।
বৃহস্পতিবার এজবাস্টনে অস্ট্রেলিয়ার রানের গতিকে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওকস। প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার ২২৩ রানে গুটিয়ে যাওয়ার ম্যাচে প্রতিপক্ষের ফর্মে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার, পিটার হ্যান্ডসকম্ব ও মিচেল স্টার্কেল উইকেটটি দখল করেন ওকস। ৮ ওভার বল করে ২.৫০ ইকোনোমিতে তিনি মাত্র ২০ রান খরচ করেন।
- মতামত