বিস্তারিত

প্রণব মুখার্জিকে গণভবনে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী

ছবি : সংগ্রহকৃত

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার প্রণব মুখার্জিকে গণভবনে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বৈঠকে বসেন দুই নেতা। দুই দেশের বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

সকাল ১১ টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে যান প্রণব মুখার্জি। এসময় তার সঙ্গে ছিলেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। এসময় পরিদর্শন বইয়ে নিজের অভিব্যক্তি লিখেন প্রণব।

বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব মুখার্জি।

পাঁচদিনের সফরে গতকাল রোববার বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের সাবেক রাষ্ট্রপতি।

সংবাদের ধরন : শিরোনাম নিউজ : নিউজ ডেস্ক