নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থী জয়লাভ করবে
আসন্ন ঢাকা উত্তর সিটি নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালই জয়লাভ করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। এছাড়াও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।
রিজভী বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে সিইসিসহ নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উদ্যোগ নিন।’
ধানের শীষের প্রার্থী ও সমর্থকেরা যাতে নির্ভয়ে নির্বাচনী কর্মকাণ্ড করতে পারে সে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান রিজভী।
- মতামত