বিস্তারিত

দেশে করোনায় মৃত্যু ১৪৩, আক্রান্ত ৮৩০১ জন

ছবি : সংগ্রহকৃত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ৫৩ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন ও বাসায় ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও ৮৩০১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে দেশে মোট ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৬৬টি ল্যাবে ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩২ হাজার ৯২৪টি। নমুনা শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

সংবাদের ধরন : শিরোনাম নিউজ : নিউজ ডেস্ক