বিস্তারিত

দুর্ঘটনায় নিহত মিস পাকিস্তান ‘জানিভ নাভিদ’

ছবি : সংগ্রহকৃত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘মিস পাকিস্তান ২০১২’ জানিভ নাভিদ। গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেরিল্যান্ডের কলেজ পার্ক রোডে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে।

নিজেই মার্সিডিজ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন জানিভ নাভিদ। হঠাৎ মোড় ঘুরতেই ফুটপাতের ডিভাইডারে ধাক্কা খেয়ে তার গাড়ি উল্টে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ৩২ বছর বয়সী এই পাক সুন্দরী। ৪ ডিসেম্বর জানিভ নাভিদ দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনাস্থলেই গাড়ি থেকে ছিটকে পড়ে মারা যান দশম ‘মিস পাকিস্তান’ জানিভ নাভিদ। দ্রুত তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় আর কেউ গাড়িতে ছিলেন না। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, জানিভ নাভিদ মাদকাসক্ত ছিলেন না।

তিনি ১৯৮৭ সালের ১৯ শে এপ্রিল পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কেও পোমোনাতে বাস করতেন। নিউইয়র্কের পেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১২ সালে কানাডার টরন্টোতে তাঁকে ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ খেতাব দেওয়া হয়। একই বছর তিনি ‘মিস আর্থ ২০১২’ বিজয়ী হন। মৃত্যুকালে জানিভ নাভিদ বাবা, মা, স্বামী আর দুই ভাই রেখে গেছেন।‘

মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ আয়োজনের সভাপতি সোনিয়া আহমেদ এই মৃত্যুর ঘটনাকে ‘দুঃখজনক’ আর ‘মর্মান্তিক’ উল্লেখ করে ‘পিপল ম্যাগাজিন’কে বলেছেন, আমরা নাভিদকে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য দারুণ প্ল্যাটফর্ম দিয়েছিলাম। তাঁর মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। উল্লেখ্য, প্রাথমিকভাবে জানিভ নাভিদের মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়। দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর মৃত্যুর খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসে।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : নিউজ ডেস্ক