বিস্তারিত

ঢাকা মেডিক্যাল নার্সিং কলেজে র‌্যাবের অভিযান

ছবি : সংগ্রহকৃত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে অবস্থিত নার্সিং কলেজে র‌্যাব অভিযান চালায়। আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজে এ অভিযান শুরু হয়।

র‌্যাব-৩ এর মেজর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

জাহাঙ্গীর আলম আরও জানান, ওই কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজ থেকে জাল সার্টিফিকেট ও বিভিন্ন নামের সিল উদ্ধার ও আরিফ নামের ঢামেকের একজন কর্মচারীকে আটক করা হয়েছে।

সংবাদের ধরন : র্শীষ সংবাদ নিউজ : নিউজ ডেস্ক