বিস্তারিত

টিআইএনধারী প্রত্যেকেকে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে

ছবি : সংগ্রহকৃত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান জানিয়েছেন, টিআইএনধারী সবাইকে রিটার্ন দাখিল করতে হবে।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীতে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রত্যেক টিআইএনধারীকে ফোন করে রিটার্ন দাখিলের জন্য বাধ্য করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ৪৬ লাখ টিআইএনধারী রয়েছেন। তাদের মধ্যে রিটার্ন দাখিল করেছেন ২২ লাখ। যারা এখনও রিটার্ন দাখিল করেননি তাদের করাঞ্চলের কর্মকর্তারা ফোন করবেন। আগামী জানুয়ারি থেকে রিটার্ন দাখিল না করা প্রত্যেক টিআইএনধারীকে ফোন দেবেন। ত‌াদের রিটার্ন দাখিল করতে বলবেন। যারা আয়কর দেয়ার যোগ্য তাদের করসহ রিটার্ন দাখিলে বাধ্য কর‌া হবে।

আগামী মঙ্গলবার ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ স্লোগানে এবারও এনবিআর ‘জাতীয় ভ্যাট দিবস’ ও ১০-১৫ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯’ উদযাপন করা হবে জানান এ কর্মকর্তা।

সংবাদের ধরন : র্শীষ সংবাদ নিউজ : নিউজ ডেস্ক