ছিপছিপে অ্যাডেলের পুনরাবির্ভাব
জনপ্রিয় গায়িকা অ্যাডেল নিজের ফ্যানেদের দারুণ উপহার দিলেন। সাধারণত খুব একটা আপডেট থাকে না অ্যাডেলের ইনস্টাগ্রাম পেজে। তবে নিজের ওজন ঝরিয়ে ফেলে একেবারে ছিপছিপে অচেনা অ্যাডেলকেই এবার ভক্তদের সামনে নিয়ে এলেন শিল্পী।
রহস্যময়ী হাসি লেগে থাকা গালটি কার তা ছবি দেখে বোঝা যথেষ্ট কঠিন। যাঁরা অ্যাডেলকে ফলো করেন, তাঁরা জানেন গায়িকার চেহারা কেমন। তাই নতুন অ্যাডেলের এমন চেহারা দেখে অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। ওজন কমিয়ে এমন নতুন ভাবে নিজেকে গড়ে তোলা নিয়ে নেটিজেনের প্রশংসা কুড়িয়েছেন অ্যাডেল। তবে অনেকেই আবার তাঁর ট্যালেন্টেরই গুণগ্রাহী। চেহারার কথা মাথায় রাখতে চান না।
ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্র অ্যাডেলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কার্ডিও, সার্কিট ট্রেনিং এবং পিলাটেস করে অন্তত ৯ কেজি ওজন কমিয়ে ফেলেছেন।
বছরের শুরুর দিকে সাত বছরের দাম্পত্যজীবন ভেঙে গিয়েছে গ্র্যামি বিজয়ী শিল্পীর। একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘অ্যাডেল ও তাঁর সঙ্গী শিল্পপতি স্বামী সিমন কনেক্কি আলাদা হয়ে গিয়েছেন। তবে তাঁদের পুত্রসন্তানকে একসঙ্গে মানুষ করার দায়িত্ব নিয়েছেন তাঁরা। তবে ব্যক্তিগত সময় চেয়ে নিয়েছেন তাঁরা। আর বিশেষ কিছু জানাতে চান না তাঁরা।’
প্রাক্তন এই দম্পতির ২০১২ সালে এক পুত্রসন্তানের জন্ম হয়েছে। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না অ্যাডেল। ২০১৭ সাল পর্যন্ত নিজেদের বিয়ের খবরও সামনে আনেননি তিনি। একটি কনসার্ট চলাকালীন নিজের বিয়ের কথা বলেছিলেন গায়িকা। ২০১৭-য় গ্র্যামি পুরস্কার নেওয়ার সময় কনেক্কিকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন তিনি। তবে কেন সাত বছর পর বিয়ে ভাঙল তাঁদের তার স্বষ্ট কারণ জানা যায়নি।
- মতামত