কারওয়ান বাজার বস্তিতে আগুন
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বস্তির কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এলেও আগুন নেভানোর কাজে নামতে দেরি হয়, কারণ এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছাতে পারছিলেন না।
সর্বশেষ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট স্থানীয়দের সহায়তার আগুন নেভানোর কাজ চালাচ্ছিল। দুপুর পৌনে ১টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এর মধ্যে ২০-২৫টি ঘর পুড়ে যায়।
- মতামত