কলকাতার ছবিতে মোশাররফ করিম
ভারতের পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু এক দশক পর আবার সিনেমা নির্মাণ করবেন। তার এই নতুন ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম ও আবির চট্টোপাধ্যায়। ছবির নাম দেয়া হয়েছে ’ব্যবধান’।
নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসুর ছবির শুটিং শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।
সাহিত্যিক বুদ্ধদেব গুহর দু’টি গল্প, ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। সম্পর্কের দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী। এজন্যই ছবির নাম রাখা হয়েছে ‘ব্যবধান।’
ছবি প্রসঙ্গে আবির চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলাম। ব্রাত্যদার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। অসুর ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবো নভেম্বরের প্রথম সপ্তাহে। এরপর আমরা আবার বসবো এবং স্ক্রিপ্ট শুনবো।’
মিঠুন চক্রবর্তী অভিনীত ‘রাস্তা’ (২০০৩) ব্রাত্য বসুর প্রথম ছবি। ব্রাত্য বসু সর্বশেষ তৈরি করেন ‘তারা’ চলচ্চিত্রটি, ২০১০ সালে।
- মতামত