ওমরাহ হজে যাচ্ছেন নায়িকা পূর্ণিমা
ঢাকাই সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ হজে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা সফর করবেন বলে জানা গেছে।
অভিনেত্রী জানান, আগামীকাল (৩০ ডিসেম্বর) বিকালের একটি ফ্লাইটে সৌদি আরবের মক্কা শহরের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি। এরপর ওমরাহ হজের আনুষ্ঠানিকতা সারতে সেখান থেকে মদিনায় এবং আবার মক্কায় ফিরবেন পূর্ণিমা।
দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। রিয়াজ, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানদের মতো ইন্ডাস্ট্রির সেরা সব নায়কদের বিপরীতে কাজ করে সফল হয়েছেন তিনি।
জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
ব্যক্তি জীবন ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।
এদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। তারমধ্যে ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে তার নায়ক আরিফিন শুভ। দুটি ছবি আসছে বছরে মুক্তি পাবে বলে জানা গেছে।
- মতামত