এসএসসি পরীক্ষা কেন্দ্র এলাকায় ইন্টারনেট সেবা থাকবে না
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে এবার পরীক্ষা শুরুর আগে কেন্দ্র এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বহনের ক্ষেত্রে নিরাপত্তা ট্যাপযুক্ত বিশেষ খামে পরিবহনের ব্যবস্থা, বহু সেট প্রশ্ন প্রস্তুত রাখা, নির্ধারিত সময়ের আগে প্রশ্ন না খোলা, পিন কোড ব্যবহার, অনলাইনে বা ইউএসবি ডিভাইসের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠানো সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি গত বছরের মতো এবারও পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে কেউ স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না। তবে শুধু কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করার বিষয়টি বহাল থাকবে।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত এ নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সভায় সভাপতিত্ব করেন।
- মতামত