বিস্তারিত

“ঈদুল আজহা” কবে জানা যাবে আগামীকাল

ছবি : সংগ্রহকৃত

দেশে এবার কোরবানির ঈদ কবে হবে সেই তারিখ নির্ধারণে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল জানা যাবে বাংলাদেশে এবার ঈদুল আজহা কবে উদযাপিত হবে।

এদিকে সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রোববার (১১ জুলাই) শুরু হবে জিলহজ মাস। দেশটিতে এবারের কোরবাণিরি ঈদ হবে ২০ শে জুলাই।

ধর্ম মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে যেহেতু জিলকদ মাস ৩০ দিনে হয়েছে, সেহেতু বাংলাদেশে জিলকদ মাসও ৩০ দিনে হবে। বাংলাদেশের ১২ জুলাই থেকে জিলহজ মাস শুরু হলে ঈদুল আজহা পালিত হবে আগামী ২১ জুলাই।

ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন, জাতীয় চাঁদ দেখা কমিটি রোববার (২৯ জিলকদ) সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে সভাকক্ষে বৈঠকে বসবে। এদিন বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে ২০ জুলাই, আর চাঁদ পরের দিন দেখা গেলে ঈদ হবে ২১ জুলাই।

করোনা পরিস্থিতিতে ঈদের জামাত প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত বছরের দুটি ঈদ এবং এবার ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও হবে মসজিদে। সেক্ষেত্রেও নামাজ পড়তে হবে দূরত্ব বজায় রেখে, করা যাবে না কোলাকুলি।

সংবাদের ধরন : র্শীষ সংবাদ নিউজ : নিউজ ডেস্ক