বিস্তারিত

আলোচিত জুটি নিক-প্রিয়াঙ্কার প্রথম বিবাহবার্ষিকী

ছবি : সংগ্রহকৃত

আলোচিত জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস এর বিবাহবার্ষিকী ২০১৮ সালের ১ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন দুই জগতের এই দুই বাসিন্দা।

বিয়ের পর দারুণ সময় কাটাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তার সিনেমা নিয়ে ব্যস্ত। অন্যদিকে নিক আছেন গান নিয়ে। আর দুজনের অবসরের পুরো সময়টা কাটাচ্ছেন একে অপরের সঙ্গে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের দাম্পত্যের মিষ্টি নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের সাথে। শুধু নিজেদের নয়, পরিবার নিয়েও বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারা। বিভিন্ন সময়ে তাদের সেসব ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই বিয়ে রূপকথার চেয়ে কোনো অংশে কম ছিল না।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : নিউজ ডেস্ক