১৩ বছরের বিরতি শেষে কামব্যাক করার কথা
প্রায় ১৩ বছরের বিরতি শেষে কামব্যাক করার কথা ছিল অভিনেত্রী শিল্পা শেট্টির। একই বছরে দুটি ছবি মুক্তি ছিল শিল্পার। কিন্তু সবই ভেস্তে গেল করোনা প্যানডেমিকের কারণে। কিন্তু তাতে বিশেষ ভেঙে পড়েননি শিল্পা বরং বেশ হালকা মেজাজেই জানালেন, ‘ম্যান প্রোপোজেজ, প্যানডেমিক ডিসপোজেজ’। কামব্যাক ছবির মুক্তি আটকে গেলেও বিশেষ চিন্তিত নন তিনি। বরং এই সুযোগে মেয়ে সামিশার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন। ১৫ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে জন্ম হয় সামিশার।
একটি সাক্ষাত্কারে অকপট শিল্পা জানালেন, ‘আমি এমন একজন মানুষ যে বর্তমানে বাঁচতে ভালোবাসি। যেদিন যেমন ভাবে আমার সামনে আসে, সেদিনটা তেমনভাবেই কাটাই। আমার মনে হয় না, বড় পর্দায় আমার প্রত্যাবর্তন, স্বাস্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে বলে। এই পরিস্থিতিতে আমি বাড়ি থেকে বেরোতেই চাই না। মেয়ে যখন হল, তখন খুবই চিন্তায় ছিলাম। হাতে দুটি ছবির কাজ, মেয়ে ভাবছিলাম কি করে সব সামলাবো।’
https://www.instagram.com/p/B8TAOQKBdHm/
“নিকাম্মা” ছবির কাজ প্রায় শেষ এবং “হাঙ্গামা ২” এর কাজ কিছুটা বাকি থাকতেই করোনা প্যানডেমিক থাবা বসায় এদেশেও। ‘আমরা শ্যুটিংয়ের কাজ এমনভাবেই রেখেছিলাম যাতে সন্তান হওয়ার পর ওকেও যথাযথ সময় দিতে পারি। কিন্তু এখন যেভাবে পারছি সেটা হয়তো সম্ভব হত না। এই সময়টা আমার কাছে অমূল্য।’ ৪৫ বছর বয়সী শিল্পা শেট্টির মতে ২০২১ সালের আগে কোনও কিছুই স্বাভাবিক হবে না।
Confusion, comedy and unlimited 'dose' of entertainment!
On @MeezaanJ 's birthday, presenting the new poster of #hungama2 #HappyBirthdayMeezaanJaffery@rtnjn @priyadarshandir @SirPareshRawal @TheShilpaShetty @pranitasubhash #Venus pic.twitter.com/RX73c6mdd0— Hungama 2 Film (@hungama2film) March 9, 2020
‘আমার ছবির কাজ এখনও শেষ হয়নি। আমার মনে হয় না প্রযোজকদের এবছর ছবি রিলিজ করা উচিত। আমি সঠিক সময়ের অপেক্ষা করব। ২০২০ সালটার অস্তিত্বই নেই এক্ষেত্রে। আমি ২০২১ সালের জন্যে অপেক্ষা করব।’
এই মুহূর্তে বেশ কিছু বড় বাজেটের ছবি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায়। শুরুটা হয়েছিল অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার গুলাবো সিতাবো দিয়ে। তাঁর ছবির ক্ষেত্রেও কি তিনি এমন কোনও সিদ্ধান্ত নেবেন? শিল্পা অবশ্য জানালেন তাঁর দুটি ছবিরই নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি নিয়ে ভাবছেন না। ‘নিকাম্মার পরিচালক সাব্বিরের সঙ্গে আমার কথা হয়েছে। ও একেবারই ইচ্ছুক নয় ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তিতে। আমাদের ছবিটি বেশ বড় মাপের, তাই চাই প্রেক্ষাগৃহের ডলবি ডিজিটাল সারাউন্ড সাউন্ডে তা শুনতে। এমনকি হাঙ্গামা ২-এর প্রযোজক রতনজিও ওটিটি রিলিজের পক্ষে নন। আমার মনে হয়, সব কিছু ভালোর জন্যেই হয়। সঠিক সময়েই আমাদের ছবি মুক্তি পাবে।’
- মতামত