বিস্তারিত

হোটেলে নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

রাজশাহীতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে কৌশলে হোটেলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেছে কথিত প্রেমিকসহ তার সঙ্গীরা।বৃহস্পতিবার মেয়েটিকে (১৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রনি নামের এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

আটক রনি গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার মৃত দলিল মণ্ডলের ছেলে।নগরীর সোনাদিঘীর মোড়ের ভাই ভাই আবাসিক হোটেলে বুধবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানান রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মোরশেদ আলম।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আমনুরার ওই কিশোরীর সঙ্গে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রি খোকনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের কথা বলে খোকন বুধবার বিকালে মেয়েটিকে রাজশাহীতে ডেকে আনে।
“পরে তারা ভাই-বোন পরিচয় দিয়ে সোনাদিঘীর মোড়ের ভাই ভাই আবাসিক হোটেলে ওঠে। রাতে খোকন ও হোটেল কর্মচারীসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বন্ধু রনির অটোরিকশাতে হাসপাতালে পাঠিয়ে খোকন পালিয়ে যায়।”
হাসপাতালে ভর্তির সময় অটোরিকশা চালক রনিকে আটক করা হয়েছে বলে জানান এএসআই মোরশেদ।
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, ঘটনার পর হোটেলে তালা ঝুলিয়ে কর্মচারীরা পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় এখনও মামলা হয়নি। ধর্ষণের শিকার ওই কিশোরী সুস্থ হলে মামলা রেকর্ড করা হবে বলে জানান তিনি।

সংবাদের ধরন : অপরাধ নিউজ : স্টাফ রিপোর্টার