হিজাব পরে এটিএম বুথ ব্যবহারে বিধিনিষেধ নেই
হিজাব পরা অবস্থায় এটিএম বুথ ব্যবহারের কোনো বিধিনিষেধ নেই, এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও এ ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংঘটিত এটিএম জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক গত ১৭ ফেব্রুয়ারী তফসিলী ব্যাংকগুলোর সাথে একটি সভার আয়োজন করে। এ সভায় বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি একটি ব্যাংক হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা ঠিক হবে কি না সে বিষয়ে দিক নির্দেশনা চাওয়া হয়।
এর প্রেক্ষাপটে সভার সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন, হিজাব পরিহিত অবস্থায় এটিএম বুথ ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তিতে জনসাধারণকে এ ব্যাপারে বিভ্রান্ত না অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
- মতামত