বিস্তারিত

স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের ওবামার শুভেচ্ছা

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছা জানান ওবামা।

বাংলাদেশে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বারাক ওবামা বলেন, স্বাধীনতা যে কোনও জাতির নিঃশ্বাসের মতো। স্বাধীনতা অর্জনের ৪৫ বছরের মধ্যে বাংলাদেশ ও এর জনগণ বিশ্বের বুকে সম্ভাবনাময়, উদ্যমী ও সহনশীল জাতিতে পরিণত হয়েছে। বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, নারী অধিকার ও নারী শিক্ষা ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং দৃঢ় মানসিকতার পরিচয় দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদের ধরন : আন্তর্জাতিক নিউজ : স্টাফ রিপোর্টার