স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ রেখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন ২০১৬ র খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বিদ্যমান আইনে দু’টি ঘাটতি ছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা আছে। স্নাতকোত্তর পর্যায়ে কোনো বৃত্তির ব্যবস্থা নেই। এখন প্রস্তাব করা হয়েছে স্নাতকোত্তর (মাস্টার্স) এমফিল ও পিএইচডি কোর্সের শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।
২০১৩ সাল থেকে ডিগ্রি (পাস) কোর্স পর্যায়ে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। আইন সংশোধনের ফলে স্নাতকোত্তর শেণির শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন। সরকারের বিভিন্ন পর্যায়ে চালু থাকা বৃত্তিগুলো এই কার্যক্রমের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে ২০১২ সালের আইনটি প্রণয়ণ করা হয়।
- মতামত