সেরা আবেদনময়ীর চোখ প্রিয়াঙ্কার
সময়টা ভালোই যাচ্ছে বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার। ক্যারিয়ার এখন আর বলিউডেই থেমে নেই তার। হলিউডেও এরইমধ্যে বেশ সুনামের সাথে বিচরণ করছেন তিনি। তাই ক্যারিয়ারের খাতায় এখন শুধু প্রাপ্তির হিসেব-নিকেশ। সম্প্রতি একটি জরিপের শীর্ষেও উঠে এলেন প্রিয়াঙ্কা।
ভিক্টোরিয়াজ সিক্রেট-এর ‘আবেদনময়ী চোখ’ তালিকাতেও জায়গা করে নিলেন তিনি। এবার তার উজ্জ্বল চোখের আবেদনে সেরা হলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা। ফ্যান ক্লাবে প্রিয়াঙ্কা টুইট করে তাই আনন্দ শেয়ার করে নিলেন ভক্তদের সাথে।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর হলিউড সিনেমা ‘বেওয়াচ’ ও অস্কারের উপস্থাপনার পর এবার নতুন মুকুট উঠলো প্রিয়াঙ্কার মাথায়।
এছাড়া এই তালিকায় টেইলর সুইফট, আলিসিয়া ভিকান্দার, সেলেনা গোমেজসহ অনেক হলিউড সুন্দরীর নামও রয়েছে।
- মতামত