বিস্তারিত

সুশান্তের মৃত্যুর একমাস পর দার্শনিক পোস্ট মহেশ ভাটের

ছবি : সংগ্রহকৃত

সুশান্তের মত্যুর একমাস পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তী। তাঁর এবং সুশান্তের দুটি অদেখা ছবি পোস্ট করে সেই সঙ্গে লিখেছেন দীর্ঘ এক বার্তা। রিয়া লিখেছেন, ‘তুমিই আমায় ভালোবাসতে শিখিয়েছিলে সুশান্ত। শিখিয়েছিলে ভালোবাসার মানে। এই একমাস তুমি নেই। আমার কাছে তৈরি হয়েছে শুধুই শূন্যতা’। প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে তাঁর ঠাকুরঘরের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ভগবানের সন্তান। আর কিছুই লেখেননি তিনি। প্রদীপের আলোতেই বুঝিয়ে দিয়েছেন তাঁর ভালোবাসার মানে। সুশান্তকে নিয়ে আবেগী পোস্ট করেছেন বন্ধু মহেশ শেট্টি ও মুকেশ ছাবড়া।

অভিনেতার মৃত্যুর পর থেকেই নেপোটিজমের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বলিউড। আঙুল ওঠে করন জোহর, একতা কাপুর, মহেশ ভাট, সলমান খান-সহ একাধিক জনের বিরুদ্ধে। আঙুল ওঠে সোনম কাপুর, আলিয়া ভাটের দিকেও। বির্তক হয় তাঁদের পোস্ট ঘিরেও।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি দার্শনিক পোস্ট করেন মহেশ ভাট। পোস্টে সহানুভূতি, উদাসীনতার মতো শব্দবন্ধ থাকলেও তা যে সুশান্তের উদ্দেশ্যেই লেখা বুঝতে বেশি সময় লাগে না নেটিজেনদের। এরপরই ট্যুইটারে প্রবল ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। মহেশ তাঁর ট্যুইটে লিখেছেন,’একটা সময় আসে যখন বলা হয় সহানুভূতি এবং উদাসীনতা এই দুয়ের মধ্যে কোনও একটা বেছে নিতে হবে তখন সকলেই ভাবেন কীভাবে বিষয়টি কাটিয়ে যাবেন। কারণ সত্যির মুখোমুখি কেউই দাঁড়াতে চান না। আর মনে রাখবেন দয়ালু হওয়াটা কিন্তু কষ্টসাধ্য। বন্ধুর কাঁধে হাত রাখা কিন্তু কঠিন’- সেই সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

এরপরই একের পর এক মন্তব্য আসতে থাকে। একজন যেমন মহেশকে লিখেছেন, ‘আপনি যখন সত্যের মুখোমুখি হবেন তখন আপনার সব দর্শন মরে যাবে। দেখব কীভাবে তখন মনকে নিয়ন্ত্রণ করেন’। আবার একজন লিখেছেন ‘আপনার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এভাবে সত্যিকে আপনি চেপে রাখতে পারবেন না। আর তাই যখন মুশান্তের সহানুভূতির প্রয়োজন হয়েছিল তখন আপনি কায়দা করে তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। ঠেলে দিয়েছিলেন অন্ধকারে। আপনার এই লেখা দেখেই বোঝা যাচ্ছে আপনি কতটা জটিল এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনি যে জড়িত এসবই তার প্রমান’।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : নিউজ ডেস্ক