সুন্দরবনের শ্যালা নদীতে নৌ-চলাচল বন্ধ
বাংলাদেশের সুন্দরবনের শ্যালা নদী দিয়ে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ।
গত শনিবার কয়লা বোঝাই একটি কার্গো শ্যালা নদীতে ডুবে যায়।
ওই ঘটনার দু’দিন পরই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলো।
কর্তৃপক্ষ জানিয়েছে শ্যালা নদীতে নতুন করে দুর্ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে ওই নৌপথ দিয়ে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
জানা গেছে, শনিবার প্রায় এক হাজার টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল ওই নৌযানটি। এক পর্যায়ে নৌযানের তলা ফেটে গেলে শ্যালা নদীতে সেটি ডুবে যায়।
কার্গোডুবির দু’দিন পরও এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি বলে জানা যাচ্ছে।
ওই কার্গোডুবির ঘটনায় আজ সোমবার সকালে ক্ষতিপূরণ মামলা হয়েছে।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে শ্যালা নদীতেই তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনা ঘটেছিল। এরপর থেকে ওই নৌ-পথটি দিয়ে নৌযান চলাচল বন্ধের দাবী জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।
- মতামত