বিস্তারিত

সহকারী রেজিস্ট্রার শারমিন ৩ দিনের রিমান্ডে

ছবি : সংগ্রহকৃত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগে মামলার পর অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে গতকাল সকালে শারমিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করলে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে শারমিনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা দায়েরের পর তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে।

আদালতে শারমিন দাবি করেন, তিনি পিএইচডির জন্য চীনের উহানে ছুটিতে ছিলেন। মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেশের জন্য কিছু কাজ করতে এই ব্যবসা শুরু করেন। এর আগে আদালতে প্রবেশের সময় নিজেকে নির্দোষ দাবি করে করেন তিনি। এ ছাড়া গ্রেপ্তারের আগে শারমিন জাহান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।

মামলা হওয়ার পর থেকেই শারমিন পলাতক ছিলেন। তবে তাঁকে ধরতে অভিযানের এক পর্যায়ে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় শাহবাগ এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে শারমিন চীনের উহানে উচ্চশিক্ষার জন্য যান। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চলতি বছরের শুরুতেই দেশে ফেরেন তিনি। এর আগে চীনে থাকা অবস্থায়ই অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান চালু করেন তিনি।

সংবাদের ধরন : বাংলাদেশ নিউজ : নিউজ ডেস্ক