সরোজজিকে পেয়ে কিশোরী বয়সের স্বপ্ন সত্যি হয়েছিল
বলিউডে ফের নক্ষত্র পতন। এ বার চলে গেলেন বলিউডের সবার প্রিয় মাস্টারজি, সরোজ খান৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ ১৭ জুন থেকে তিনি ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে৷ তাঁর করোনা পরীক্ষাও করা হয়৷ তবে তা নেগেটিভ আসে৷
৪ দশকের বেশি ছিল সরোজের বলিউড জার্নি৷ প্রায় ২ হাজারের বেশি গানের সঙ্গে কোরিওগ্রাফি করেছেন তিনি৷ তাঁর মৃত্যুতে যেন শেষ হয়ে গেল বলিউডের একটা যুগ। বলিউডের সব তারকারাই শোকাহত সরোজ খানের মৃত্যুতে। মাধুরী দিক্ষিত থেকে অনিল কাপুর, অজয় দেবগন, কাজল সকলেই তাঁকে জানিয়েছেন শ্রদ্ধা। সকলেই শোকাহত। তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এবার ট্যুইটার হ্যান্ডেলে মাস্টারজিকে শ্রদ্ধা জানালেন প্রিয়াঙ্কা চোপরা!
তিনি লিখলেন, “আমার ছোটবেলার একটা স্বপ্ন সত্যি হয়েছিল যখন সরোজজি ‘অগ্নিপথ’ ছবিতে আমায় নাচ শিখিয়েছিলেন। ধন্যবাদ মাস্টার, আবিষ্কারক, ট্রেন্ড তৈরি করা, জিনিয়াসকে। সরোজজির শেখানো অনেক জিনিস রয়ে গেল মানুষের কাছে।” এই পোস্ট শেয়ার করে সরোজ খানের স্মৃতিতে ভাসলেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা।
Many of my teenage dreams came true when she choreographed me in Agneepath. Taskmaster, perfectionist, innovator, trendsetter, genius… Saroj ji was many things to many people.
(1/2) pic.twitter.com/lGo3CHWp8l
— PRIYANKA (@priyankachopra) July 3, 2020
- মতামত