বিস্তারিত

‘রেড জোন’ ওয়ারী শনিবার থেকে লকডাউন

ছবি : সংগ্রহকৃত

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারীর ৪১নং ওয়ার্ড শনিবার থেকে লকডাউনে যাচ্ছে । এরই মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সড়ক ও স্থান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রস্তুতির অংশ হিসেবে সকাল থেকেই বাঁশের বেড়া দিয়ে বেরিকেট তৈরির কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। লকডাউন করা ১৫টি রাস্তার মধ্যে এলাকার বাসিন্দাদের বের হওয়া ও ঢোকার জন্য ২টি গেট তৈরি করা হচ্ছে। মোট ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে লকডাউন এলাকায়।

এদিকে, রেড জোন এলাকা হওয়ায় করোনা টেস্টের জন্য সেখানে অস্থায়ী বুথ তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা সংক্রমণরোধ করার জন্য রেড জোন ভিত্তিক লকডাউনের অংশ হিসেবে ২১ দিনের জন্য লকডাউন করা হচ্ছে ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩১১৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ৫৬ হাজার ৩৯১।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ হাজার ৯৬৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

শুক্রবার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সংবাদের ধরন : র্শীষ সংবাদ নিউজ : নিউজ ডেস্ক