রিজার্ভ চুরিতে পাকিস্তানি সংস্থা জড়িত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে দাবি করেছে একটি ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতের ইকোনমিক টাইমস জানিয়েছে, বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির সাথে আইএসআইয়ের একটি সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।
বাংলাদেশের রিজার্ভের টাকা চুরি নিয়ে বিভিন্ন দেশে তুমুল আলোচনার এই সময়ে ভারতীয় সংবাদমাধ্যমের এই তত্ত্বটি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
ইকোনমিক টাইমসকে ওই কর্মকর্তা বলেন, যেসব স্থান থেকে অর্থ স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছিল, অথবা স্থানান্তরের চেষ্টা করা হয়েছিল তাদের সাথে আইএসআইয়ের যোগসূত্র আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির মতো একই প্রক্রিয়ায় ভারতের ব্যাংকেও একই প্রক্রিয়া অনুসরণ করে অর্থচুরি হতে পারে বলে সন্দেহ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াতে এই বিষয়ে সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। চলতি মাসে এই চুরি যাওয়ার ঘটনাটি প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।
- মতামত