রাণী এলিজাবেথের সঙ্গে স্পিকার
ব্রিটেনের রাণী ও কমনওয়েলথ প্রধান দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। লন্ডনের মালবরো হাউজে এ সাক্ষাতের সময় সিপিএ মহাসচিব আকবর খান উপস্থিত ছিলেন।
বুধবার সন্ধায় জাতীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ প্রধান রানী এলিজাবেথকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন, সিপিএর চলমান কর্মসূচি, সিপিএ রোড শো কার্যক্রম ইত্যাদি বিষয়ে অবহিত করেন।
স্পিকার বলেন, কমনওয়েলথের আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং সংসদীয় কার্যক্রমের বিষয়ে তরুণ সমাজকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে এ বছর সিপিএ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি বিষয়ক কর্মসূচি নেয়া হয়েছে। এর মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশের তরুণ সমাজ সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আরও জানার সুযোগ পাবে। আগামী সিপিএ সম্মেলন-২০১৬ ঢাকায় আয়োজনের সার্বিক দিক সম্পর্কে রাণীকে অবহিত করেন।
- মতামত