মিউজিক্যাল ড্রামা নিয়ে আসছে অ্যামাজন প্রাইম
গান এবং নাটকের এমন যুগলবন্দি! এমনই নজরকাড়া ফিউশন ঘটতে চলেছে বন্দিশ ব্যান্ডিটস-ও। এই প্রথম এরকম মিউজিক্যাল ড্রামা নিয়ে আসছে অ্যামাজন প্রাইম। সোমবার মুক্তি পেল বন্দিশ ব্যান্ডিটস এর অফিশিয়ল ট্রেলর। ৪ অগস্ট থেকে শুরু হবে স্ট্রিমিং। আনন্দ তিওয়ারির পরিচালনায় এই মিউজিক্যাল ড্রামার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী। এছাড়াও আছেন নাসিরুদিদিন শাহ, অতুল কুলকার্নি, শিবা চাড্ডা, কুনাল রায় কাপুর এবং রাজেশ তৈলং।
এই সিরিজের প্রযোজক ব্যান্ড বাজা বরাতের অমৃতপাল সিং বিন্দ্রা। রাধে আর তমন্না এই দুই সংগীতশিল্পীর প্রেমকাহিনীই আবর্তিত হয়েছে গল্পে। রাধে তার পরিবারের ঐতিহ্য মেনেই শাস্ত্রীয় সংগীতের চর্চা করে। তার দাদু ছিলেন নামকরা পণ্ডিত। অন্যদিকে উঠতি পপস্টার হলো তমন্না। এদিকে হঠাৎ করেই তমন্নার প্রেমে পড়ে রাধে। আর এরপর বদলে যেতে থাকে রাধের দুনিয়া। তমন্নার পপ মিউজিকের প্রতি ভালোবাসা আর রাধের পারিবারিক ঐতিহ্যকে আঁকড়ে রাখার চেষ্টা এই দুইয়ের মধ্যে পড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যায় রাধে। নিজের স্বপ্ন নিয়ে কি এগিয়ে যেতে পারবে রাধে?
- মতামত