বিস্তারিত

মাথা ভর্তি চুল নিয়ে ভূমিষ্ঠ

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

জন্মের কয়েক মাস পরেই সাধারণত বাচ্চাদের চুল গজায়। আর এজন্য অনেকে অপেক্ষাও করে থাকেন। জন্মের সময় বাচ্চাদের চুল গজায় খুবই সামান্য। কিন্তু ব্যতিক্রম ঘটেছে যুক্তরাষ্ট্রের এক মেয়ের। আর এজন্যই সে আজ জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেট দুনিয়ায়।
ক্যালিফোর্নিয়ার ম্যাকেনজি কাপলান (২৮) সম্প্রতি মেয়ের জন্ম দেন। যখন তাকে তার মেয়েকে দেখানো হয় তখন অন্যান্য সবার সঙ্গে তিনিও বিস্মিত হন। মেয়েকে দেখে নয়, মেয়ের চুল দেখে। তবে বিস্মিত হলেও বিষয়টি তাকে ব্যাপক আনন্দও দেয়। এরপর ম্যাকেনজি সুস্থ হওয়ার পর নিজের এবং মেয়ে ইসাবেলার একটি ছবি তোলেন। আর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সঙ্গে সঙ্গে হাজার মানুষের শেয়ার পড়তে থাকে। তাকে নিয়ে শুরু হয় আলোচনা। ইসাবেলার বাবা ডেভিড কাপলান জানান, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরই তারা ব্যাপক সাড়া পেতে শুরু করেন এবং অনেকে তাদের ফোনও করেন। আর লাখ খানেক শেয়ার এবং পোস্ট তো হয়েছে। সঙ্গে সঙ্গে বেড়েছে ইসাবেলার জনপ্রিয়তা।

সংবাদের ধরন : আন্তর্জাতিক নিউজ : স্টাফ রিপোর্টার