মহামারি পরিস্থিতিতে সিগারেট ছেড়েছে বিশ্বের ১০ লাখ মানুষ
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। যুক্তরাজ্যের অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থা গবেষণায় এমনটি বলা হয়েছে।
গবেষণায় বলা হয়, গত চার মাসে যারা ধূমপান ত্যাগ করেছেন তার মধ্যে শতকরা ৪১ ভাগ মানুষ বলেছেন, তারা করোনাভাইরাসের কারণে এ অভ্যাস ত্যাগ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে আরো বলা হয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউইসএল) আলাদাভাবে একটি জরিপ চালিয়েছে। ২০০৭ সাল থেকে তারা এই জরিপ চালায়। তারাও দেখতে পেয়েছে ২০২০ সালের জুনে অধিক পরিমাণ মানুষ ধূমপান ত্যাগ করেছেন।
- মতামত