বিস্তারিত

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী

prothom-alo ছবি : সংগ্রহকৃত

অবশেষে বহুল প্রতীক্ষিত মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একটি অংশ চলাচলের জন্য খুলে দেওয়া হলো। আজ বুধবার সকালে সাতরাস্তা থেকে রমনা থানা পর্যন্ত ফ্লাইওভারের প্রথম অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোট ৮ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির ২ দশমিক ১১ কিলোমিটার অংশের উদ্বোধন করা হলো আজ। মোট তিন ভাগে এই প্রকল্পের কাজ চলছে। এক ভাগে রয়েছে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে তেজগাঁও, দ্বিতীয় ভাগে কাকরাইল থেকে রামপুরা এবং তৃতীয় ভাগে মৌচাক থেকে বাংলামোটর। নগরীর উত্তর থেকে দক্ষিণ অংশের মধ্যে ট্রাফিক জ্যাম কমানোর অংশ হিসেবেই এ প্রকল্পের কাজ চলছে।

 

সংবাদের ধরন : শিরোনাম নিউজ : মো : মাহবুব রানা