ভারতে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাত জওয়ান নিহত
ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়ারায় মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে সাত সিআরপিএফ জওয়ান নিহত হয়েছে।
স্থানীয় সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ দান্তেওয়ারার বাসারস-কুয়াকোন্ডা এলাকায় মাওবাদীরা ল্যান্ডমাইন পেতে রেখেছিল। তার ওপর দিয়ে যাওয়ার সময়ে বিস্ফোরণে আধা সামরিক বাহিনীর একটি টাটা ৭০৯ মিনি ট্রাক বিস্ফোরণে উড়ে যায়। এতে সাত জওয়ানের প্রাণহানি ঘটে। ছত্তিশগড়ে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তায় চারফুট গর্ত হয়ে যায়।
নিহত জওয়ানরা দক্ষিণ বস্তার এলাকায় মাওবাদী দমনে নিযুক্ত আধাসামরিক বাহিনীর ২৩০ ব্যাটালিয়নের সদস্য। জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের পরনে সেনার পোশাক পর্যন্ত ছিল না। তাদের ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দিয়ে মাওবাদীরা সমস্ত অস্ত্রশস্ত্র লুঠ করে নিয়ে গেছে।
- মতামত