বিস্তারিত

ব্রাসেলসে হামলার ঘটনায় ৩ জন চিহ্নিত, পুলিশ খুঁজছে চতুর্থজনকে

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দর ও একটি মেট্রো ট্রেনে আইএসের দায় স্বীকার করা ভয়াবহ হামলার ঘটনায় তিন আত্মঘাতী বোমা হামলাকারীকে বুধবার চিহ্নিত করা হয়েছে এবং চতুর্থজনকে পুলিশ খুঁজছে। সে একটি স্যুটকেস বোমার বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়। প্রসিকিউটররা জানান, দুই ভাই ইব্রাহিম ও খালিদ আল-বাকরাউই জাভেনতেম বিমানবন্দর ও মালবিক মেট্রো স্টেশনে হামলা চালায়। এদিকে পুলিশ সূত্র বোমা তৈরীতে দক্ষ নাজিম লাচরাউইকে বিমানবন্দরে দ্বিতীয় বোমা হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বিমানবন্দরে চালানো তৃতীয় হামলাকারীর সন্ধানে অভিযান জোরদার করেছে। সিসিটিভির ফুটেজে হ্যাট ও সাদা জ্যাকেট পরিহিত এক ব্যক্তিকে জাভেনতেমের বহির্গমন হল থেকে চলে যেতে দেখা যাচ্ছে।

এই ব্যক্তি অপর দুই আত্মঘাতী বোমা হামলাকারীর সাথে তার কাছে থাকা স্যুটকেস বোমার বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়। সনাক্তকরা এ তিন ব্যক্তি এ দুই হামলার ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। এসব হামলায় ৩১ জন নিহত ও ৩শ’ জন আহত হয় । তারা গত নভেম্বরে প্যারিসে চালানো হামলার সাথে জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তুরস্ক জানায়, তারা ২০১৫ সালের জুনে সিরিয়া সীমান্তের কাছ থেকে ইব্রাহিম আল-বাকরাউইকে আটক করা করেছিল।

সংবাদের ধরন : আন্তর্জাতিক নিউজ : স্টাফ রিপোর্টার