বিস্তারিত

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: চারজনকে গ্রেফতার করেছে দুদক

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন, মেসার্স এমারেল্ড ড্রেস লিমিটেড এর সৈয়দ হাসিবুল গণি, এশিয়ান শিপিং বিডি প্রোপ্রাইটর মো. আকবর হোসেন, ফারশি ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরী এবং বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী। গত রবিবার রাতে রাজধানীর গুলশান, উত্তরা, বারিধারা, ধানমন্ডি ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দুদক সূত্র জানায়, আটককৃত হাসিবুল গণিকে মতিঝিল থানায় ৩৬, ৩৭ এবং ৪৫ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে ২০৬ কোটি টাকা ঋল জালিয়াতির অভিযোগ রয়েছে। শিপিং বিডি প্রোপ্রাইটর মো. আকবর হোসেনকে গুলশান থানার ৫৬ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋল জালিয়াতির অভিযোগ রয়েছে। ফারশি ইন্টারন্যাশনালের ফয়েজুন নবীকে রমনা থানার ৪০ নং মামলায় গ্রেফফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। এছাড়া বেসিক ব্যাংকের কর্মকর্তা ইকরামুল বারীকে মতিঝিল থানার ৫২ ও ৫৩ মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে ৪৮ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর এ তিন দিনে ৫৬টি মামলা করেছেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা।

রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলা দায়ের করে দুদক। ৫৬টি মামলায় মোট আসামি ১২০জন। মামলাগুলোতে মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সংবাদের ধরন : র্শীষ সংবাদ নিউজ : স্টাফ রিপোর্টার