বেতন কাঠামোর গ্রেড-১ পাবেন ২৫ শতাংশ অধ্যাপক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ শতাংশ অধ্যাপক অষ্টম জাতীয় বেতন কাঠামোর গ্রেড-১ পাবেন। অষ্টম জাতীয় বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির মুখে ২৫ শতাংশ অধ্যাপককে প্রথম গ্রেডে যাওয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেতন বৈষম্য দূরীকরণ মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থসচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড-২ থেকে গ্রেড-১ এ এবং গ্রেড-৩ থেকে গ্রেড-২ এ পদোন্নতি পাবেন। তবে মোট অধ্যাপকের ২৫ শতাংশ গ্রেড-১ এ পদোন্নতি পাবেন। এজন্য কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো, প্রথম গ্রেডে উন্নীত হতে হলে দ্বিতীয় গ্রেডে অন্তত দুই বছর চাকরি করতে হবে এবং সর্বমোট চাকরি বয়স হতে হবে ২০ বছর।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর একটা সমাধানে পৌঁছা গেছে।
- মতামত