বিস্ফোরক মন্তব্য গায়ক অভিজিৎ ভট্টাচার্য
সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সঙ্গীত জগতেও নেপোটিজমের অভিযোগ তুলেছিলেন সনু নিগম। এবার কিছুটা সেই সুরেই মুখ খুললেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। হিন্দুস্থান টাইমস অভিজিৎ ভট্টাচার্যকে উদ্ধৃত করে লিখেছে নেপোটিজম নিয়ে বেশ কয়েকটি কথা।
সেই পত্রিকাকে অভিজিৎ জানিয়েছেন, ‘৯০–এর দশকে মুম্বইয়ের চলচ্চিত্র জগতে এসব ছিল না। ইদানিং এসব বেশি করে শুরু হয়েছে। তখনকার সময় এ সব ভাবাই যেত না। তখনও একটি গান একজন শিল্পীর হাত থেকে অন্য একজন শিল্পীর হাতে যেত, কিন্তু এভাবে অনৈতিক ভাবে নয়। তখন কোনও নোংরা খেলা ছিল না। সিনেমার পরিচালক বা সঙ্গীত পরিচালক ঠিক করতেন, গান কে গাইবেন। কোনও একটি সংস্থা বা কোনও নামজাদা অভিনেতা নন।’
এর পাশাপাশি, বলিউডের ভাইজানের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিজিৎ। তিনি বলেছেন, ‘সলমন খান কে ঠিক করে দেওয়ার যে কোন গানটা কে গাইবে, কে গাইবে না? এটা তো একেবারেই স্বজনপোষণের উদাহরণ।’
একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গায়িকা কবিতা কৃষ্ণমূর্তির উদ্ধৃতিও। তিনিও জানিয়েছেন, যখন তাঁরা মুম্বইয়ের ফিল্ম জগতে গান গাইতেন চুটিয়ে, তখন স্বজনপোষণ বা নেপোটিজমের মতো কোনও বিষয় ছিল না।
- মতামত