বিস্তারিত

বাংলাদেশ বিমানের নতুন এয়ারক্র্যাফট নষ্ট হয়ে বিমানবন্দরে

bd-protidin ছবি : সংগ্রহকৃত

বাংলাদেশ বিমানের নতুন কেনা এয়ারক্র্যাফট পালকি (ফ্লাইট বিজি ৮৮) নষ্ট হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে রয়েছে। যাত্রী নিয়ে বুধবার (৩০ মার্চ) সকাল পৌনে নয়টায় এয়ারক্র্যাফটির ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
কিন্তু বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের ফ্লাইট বিকলের খবর না দিয়ে অনিশ্চিতভাবে বসিয়ে রাখা হয়। পরে কাঠম‍ান্ডুগামী বোয়িং ৭৩৭ ফ্লাইটটিকে পালকির পরিবর্তে ব্যাংকক পাঠানোর সিদ্ধান্ত হয়।
বেলা পৌনে ১২টায় ব্যাংককগামী যাত্রী রাজধানীর মিরপুরের আকিমুন্নাহার জানান, সকাল থেকে নির্ধারিত ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। অবশেষে ৭৩৭ প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ছাড়বে বলে জানানো হয়েছে।

সংবাদের ধরন : বাংলাদেশ নিউজ : মো : মাহবুব রানা