বিস্তারিত

বল প্রয়োগ করে বিশেষ প্রার্থীর প্রতীকে সিল দেয়া হয়েছে : ব্রতী

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

অনেক কেন্দ্রে বুথের ভেতর ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীর সমর্থকদের অবস্থান করতে দেখা গেছে। সন্ত্রাস, ভীতি প্রর্দশন ও অস্ত্র ব্যবহার করে প্রয়োগের মাধ্যমে সিল দিতে দেখা যায়। এছাড়া ব্যলট পেপার ছিনিয়ে নেয়া, জাল ভোট প্রদান, কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ধাপের ৬৩৯টি ইউপি নির্বাচন নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ভোট প্রদানের ক্ষেত্রে বেশ কিছু এলাকায় বাধা দেয়ার ঘটনাও ঘটেছে। অধিকাংশ কেন্দ্রে সরকার-বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের পোলিং এজেন্ট উপস্থিত ছিল। কেন্দ্রের বাইরে সরকার সমর্থকদের বিপুল উপস্থিতি থাকলেও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর সমর্থকদের উপস্থিতি ছিল খুবই কম। প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচনে ‘প্রভাব বিস্তার’, ‘অনিয়ম’, পক্ষপাত’সহ বিভিন্ন অভিযোগে বেশকিছু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। যেসব কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে তা তদন্ত করে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বলে ব্রতী আশা করে।

সংবাদের ধরন : বাংলাদেশ নিউজ : স্টাফ রিপোর্টার