পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৫
পাকিস্তানের লক্ষী মারওয়াত জেলায় কাশ্মির রোডে বোমা হামলায় ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
হামলার স্থানে নিরাপত্তাকর্মীরা পৌছে গেছে বলে জানিযেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
জেলা কর্মকর্তা আলি আকবর জানান, উত্তর ওয়াজিরিস্তান থেকে লক্ষি মারওয়াতে যাচ্ছিল। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে বোমা লাগানো ছিল। তবে সেটা আত্মঘাতী ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়।
- মতামত