পদ্মা সেতুর উদ্বোধন ২৫শে জুন, বললেন ওবায়দুল কাদের
পদ্মা নদীর ওপর নির্মিত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতুটি আগামী ২৫শে জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন “এখানে আরেকটি বিষয় পরিষ্কার আমরা দুটো সামারি নিয়ে এসেছিলাম, একটা সামারি তিনি (প্রধানমন্ত্রী) তারিখ দিয়ে সই করেছেন ২৫শে জুন। আরেকটা সামারি তিনি স্বাক্ষর করেননি। সেটা হচ্ছে নামকরণ। তিনি (প্রধানমন্ত্রী) বলছেন পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে। এখানে অন্য কারো নাম আমি দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারো নাম আমি সংযোজন করবো না”।
- মতামত